রাজনীতি
0

দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার আহ্বান বিএনপি নেতা আবদুস সালামের

সরকারকে সব রাজনৈতিক দলের সঙ্গে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম।

আজ (সোমবার, ৩০ ডিসেম্বর) সকালে প্রেসক্লাবে হাসিনা ও তার দোসরদের সৃষ্ট অরাজকতার প্রতিবাদে আয়োজিত নাগরিক সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘বিরোধী রাজনৈতিক দলগুলোকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে। আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। ’

একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই।’

এ সময় শেখ পরিবারকে গণতন্ত্র হত্যাকারী পরিবার আখ্যায়িত করে, তাদের দ্রুত বিচারের আহ্বান জানান বিএনপির ভাইস চেয়ারম্যান। তিনি আরো বলেন, ‘কারো দল গঠন নিয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে কোনো বিশেষ প্রক্রিয়ায় ক্ষমতা দখল করতে দেয়া হবে না।’

এএম