দুপুরে পার্টির কার্যালয়ে সংবিধান সংস্কার বিষয়ক জাতীয় পার্টির প্রস্তাবনা (প্রস্তাব) ১৯ দফা উপস্থাপন বা সুপারিশ করেন তিনি। তার পরেই জানান, প্রধানমন্ত্রী সর্বোচ্চ দুবারের বেশি সে পদে অধিষ্ঠিত হতে পারবেন না। এই বিধানটি আমাদের সংশোধিত সংবিধানে অন্তর্ভুক্ত করা যেতে পারে।
আর সংসদে তিন চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত হয়ে রাষ্ট্রপতি সর্বসম্মত প্রার্থী বিবেচিত হতে পারে। তিনি জানান সেক্ষেত্রে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিতে পারেন। সংবাদ সম্মেলনে জিএম কাদের বলেন,‘নির্বাচন ভালো হতে হলে জনগণের রায় দরকার। সকলের অংশগ্রহণ দরকার।’
নির্বাচন সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচন ভালো হতে হলে জনগণের রায় দরকার। সকলের অংশগ্রহণ দরকার। কাউকে বাদ দিলে নির্বাচন ভালো হবে না। সমস্যা বাড়বেই, কাউকে বাতিল করবেন না। তাহলে পরিবেশ অশান্ত থাকবে। দল নিষিদ্ধের সিদ্ধান্ত ঠিক হবে না, এতে জাপার সমর্থন নেই।’