কৃষি , গ্রামীণ কৃষি
দেশে এখন
0

সিলেটের কানাইঘাটে বছরে ৪ কোটি টাকার সবজি বেচাকেনা

সবজি চাষ করে স্বাবলম্বী কয়েক হাজার মানুষ

সিলেটের কানাইঘাটে শীতকালীন শাকসবজির ভালো ফলন হয়েছে। আর সবজি চাষ করে হাজারো মানুষ স্বাবলম্বী হচ্ছেন। এখানে প্রতিবছর প্রায় ৪ কোটি টাকার সবজি কেনাবেচা হয়। খেয়াঘাটে সুরমার তীরেই বসে এই হাট।

চারিদিকে ঘন কুয়াশা আর হাঁড়কাপানো শীত। এতো শীত দমিয়ে রাখতে পারেনি কানাইঘাটের সবজি চাষীদের। ভোর থেকেই সবজি ভর্তি সারি সারি নৌকা নিয়ে কানাইঘাটের সুরমা চরে হাজির। এর মধ্যে রয়েছে মুলা, শিম, বাঁধাকপি, ওলকপি, টমেটো ও লাউসহ নানান প্রকারের সবজি।

উপজেলার বিভিন্ন জায়গা থেকে এসব সবজি নিয়ে আসেন চাষীরা। প্রতিদিন সুরমা নদীর চরে বসে শীতকালীন সবজির হাট, যা চলে ভোর থেকে দুপুর পর্যন্ত।

উৎপাদিত সবজি হাটে নিয়ে আসেন চাষিরা। ছবি: এখন টিভি

খননের অভাবে ভরাট হওয়া নদীর চরে সবজি চাষ করে স্বচ্ছল হয়েছেন স্থানীয় অনেক কৃষক। তারা বলেন, ‘হাটে সবজি নিয়ে আসলেই বেচাকেনা হয়। এবার ভালোই দাম পাওয়া যাচ্ছে।'

বাজারটি মূলত পাইকারি হাট, এখানকার শত শত মণ সবজি উপজেলার বিভিন্ন হাট-বাজার ছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে। ক্রেতারা বলেন, ‘ভোর থেকেই এ হাটে সবজি পাওয়া যায়। এখান থেকে কেনার পর অল্প লাভে আমরা বিক্রি করি।’

ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বাজারে জমজমাট বেচাকেনা চলে। আর লেনদেনও কম নয়।

ইজারাদার এখলাছ উদ্দিন বলেন, ‘ভোর থেকেই হাটে সবজি পাওয়া যায়। সপ্তাহে শনি আর মঙ্গলবার এখানে ১৫ থেকে ২০ লাখ টাকার সবজি বেচাকেনা হয়।’

উপজেলা কৃষি অফিস বলছে, কানাইঘাটে প্রায় ৪ হাজার ৯০০ হেক্টর জমিতে এ বছর শীতের সবজি চাষ হয়েছে।