বাজার , কাঁচাবাজার
দেশে এখন
0

নিষেধাজ্ঞা কাটালেও ইলিশের দাম এখনো নাগালের বাইরে

শীতকালীন সবজির বাজারেও আগুন

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের দেখা মিললেও দাম বেশি থাকায় ক্রেতাদের নজর ছোট ইলিশ কিংবা জাটকার দিকেই। রাজধানীর বাজারে সরবরাহ কিছুটা কম উল্লেখ করে বিক্রেতাদের দাবি, স্বাভাবিকই রয়েছে ইলিশের দাম। এদিকে, শুল্ক ছাড়ের প্রভাব পড়েনি আলু-পেঁয়াজের বাজারে। চড়া শীতকালীন সবজির বাজারও।

শুক্রবারের মাছ বাজার। রুইকাতলা, ইলিশ-পাঙাশসহ ছোটবড় সব মাছ নিয়ে হাঁক-ডাক, দর কষাকষিতে ব্যস্ত ক্রেতা-বিক্রেতা।

দীর্ঘ সময়ের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছবাজারে ক্রেতাদের নজর ইলিশে। এক কেজি ও এর বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৬শ-১৮শ টাকা। ৫শ গ্রাম থেকে ১কেজি সাইজের ইলিশ ১ হাজার থেকে ১৪শ টাকা আর ছোট জাটকা আকারভেদে বিক্রি হচ্ছে ৪শ-৮শ টাকা।

তবে তুলনামূলক সরবরাহ কম ও বড় ইলিশের দাম বেশি হওয়ায় ছোট ও জাটকা কিনছেন ক্রেতারা। আর ইলিশের দাম ওঠা নামাকে স্বাভাবিক বলছেন বিক্রেতারা।

ইলিশের পাশাপাশি অন্যসব দেশি মাছের বেচাবিক্রিও বেড়েছে ছুটির দিনে। চাষের চেয়ে নদীর মাছেই ঝুঁকছেন ক্রেতারা।

শুল্ক ছাড়ের প্রভাব পড়েনি রাজধানীর পেঁয়াজের বাজারে। পাইকারি পর্যায়ে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১২০ টাকা আর ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা অতিক্রম করেছে। আলুর দামও ঊর্ধ্বগামী। খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু ঠেকেছে ৬৫-৭০ টাকায়।

নতুন পেঁয়াজ বাজারে আসলে দেশি পেঁয়াজের দাম কমবে দাবি করে বিক্রেতারা বলছেন, আমদানির পরিমাণ বাড়ানোর বিকল্প নেই। আলু-পেঁয়াজের দাম নিয়ে বাজার সিন্ডিকেটকে দুষলেন ক্রেতারা।

ছুটির দিনে সবজির বাজারেও দেখা যায় ক্রেতাদের ভিড়। বাজারে আগতদের মধ্যে শীতকালীন সবজির ক্রেতাই বেশি। টমেটো ১৩৩-১৪০টাকা, সিম ৯০-১১০ টাকা আর নতুন আলু বিক্রির হচ্ছে ১৫০ টাকা কেজি।

এছাড়া, গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে মুরগী, গরু ও খাসীর মাংসের দাম।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!