এখন মাঠে , ক্রিকেট
দেশে এখন
0

পদত্যাগ করেছেন বিসিবি সভাপতি পাপন, নতুন সভাপতি ফারুক আহমেদ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন। আজ (বুধবার, ২১ আগস্ট) সকালে তিনি বিসিবি'র সভাপতি পদ থেকে পদত্যাগ করেন। বিসিবি'র সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিসিবি আয়োজিত পরিচালকদের জরুরি সভার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্য দিয়ে বিসিবির সভাপতি হিসেবে এক যুগের পথচলা শেষ হলো পাপনের।

এর আগে ২০১২ সালে সরকার মনোনীত সভাপতি হিসেবে প্রথমবার দেশিয় ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দায়িত্ব নেন নাজমুল। পরের বছর হয়ে যান নির্বাচিত সভাপতি। এরপর টানা তিন মেয়াদে বিসিবির নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

আগামী বছরের অক্টোবরে পাপনের নেতৃত্বে বর্তমান বিসিবি'র পরিচালনা পর্ষদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই চেয়ার ছাড়তে হলো তাঁকে।

বিসিবি'র সভাপতি ছাড়াও জাতীয় সংসদের সংসদ সদস্য ছিলেন পাপন। কিশোরগঞ্জ-৬ আসন থেকে ২০০৯ সাল থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি। সবশেষ জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান নাজমুল হাসান পাপন। সেইসঙ্গে বিসিবি'র সভাপতির দায়িত্বেও ছিলেন তিনি।

এর আগে গতকাল বিসিবির পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। পাপনের ক্রিকেট বোর্ডে তিনি ক্রিকেট পরিচালনা প্রধানের দায়িত্বে ছিলেন। জালাল ইউনুস বিসিবিতে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক হিসেবে ছিলেন। এনএসসি থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছিল।

এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল সংস্থাটির মনোনীত বিসিবির আরেক পরিচালক আহমেদ সাজ্জাদুল আলমকেও। কিন্তু তিনি এখনও পদত্যাগ করেননি।

tech