১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত হয় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, আজ সন্ধ্যায় মাগরিবের নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় এ বৈঠক বসে। এতে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন। এই সভা থেকেই বাংলাদেশে ঈদ কবে উদ্যাপিত হবে, তা জানানো হয়।
তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে ধর্ম উপদেষ্টা বলেন, '৬৪টি জেলার মধ্যে ১৪টি জেলায় শাওয়ালের চাঁদ দেখা গেছে। কক্সবাজারের জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেছি, তিনি নিজ চোখে লাবনি পয়েন্ট থেকে চাঁদ দেখেছেন। এর পর সিরাজগঞ্জ, রাজশাহী, রংপুর, নীলফামারির জেলা প্রশাসকদের সাথে আমরা সরাসরি কথা বলেছি।'
তিনি বলেন, 'ইসলামিক ফাউন্ডেশনের যারা দায়িত্বে আছেন, বিভিন্ন জায়গায় যারা বড় বড় আলেম আছেন, আমরা তাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়েছি যে, শাওয়ালের চাঁদ দেখা গেছে এবং আগামীকাল ঈদুল ফিতর উদযাপিত হবে।'
এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে আজ। বিভিন্ন জেলায় সকাল থেকে মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়।দীর্ঘদিন ধরে এসব এলাকার মানুষেরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদ্যাপন করে আসছেন।