ঈদের উৎসব অনুষ্ঠানে উপস্থিত সুরভী স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী লিলি বলেন, ‘আমরা খুব খুশি। আমাদের মতো শিশুদের কেউ খেয়াল রাখে না। নতুন জামা পেয়ে মনে হচ্ছে আমরাও ঈদ পালন করতে পারব।’
অধ্যাপক মার্কেটিং বিভাগ ও আহ্বায়ক মার্কেটিং এলুমনাই, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রফেসর ড. এবিএম শহীদুল ইসলাম বলেন, ‘শিক্ষা ও মানবিক মূল্যবোধের বিকাশে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। এই ধরনের উদ্যোগ সামাজিক সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
ভলানটিয়ার ফর এনভায়রনমেন্ট এর ফাউন্ডার শেখ শাহরুখ ফারহান জানান, ‘এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। ঈদের এই আনন্দ আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে চাই।’
ভলানটিয়ার ফর এনভায়রনমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়, তারা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে। এ ধরনের সামাজিক উদ্যোগে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানানো হয়।
এছাড়া এই আয়োজনে প্রফেসর ড. সিরাজুল হক, চেয়ারম্যান মার্কেটিং বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়, ড. মো. নেয়ামুল ইসলাম, সদস্য সচিব, মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, মোমতাজ আহসান বকুল, মমতাজ আহসান, সুরভি স্কুলের এক্সিকিউটিভ ডাইরেক্টর এমডি আবু তাহের, দেওয়ান রাশিদুল হাসান, মফিজুর রহমান লিটন, জুয়েল আহমেদসহ অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।