আজ (মঙ্গলবার, ২৫ মার্চ) সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশ টেলিভিশন ও বেতার তার ভাষণটি সরাসরি সম্প্রচার করে।
প্রধান উপদেষ্টা বলেন, 'দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে সরকার। অর্থনীতির অপরাপর সূচকগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করছে।'
ড. মুহাম্মদ ইউনূস বলেন, 'আগামী জুন মাসের মধ্যে ৮ শতাংশের নিচে মূল্যস্ফীতি নেমে আসবে।'
তিনি বলেন, 'আগামী নির্বাচনে প্রবাসীরা ভোটাধিকার দিতে পারে সেজন্য কাজ করছি। শিগগিরই দেশে নতুন নতুন বিদেশি বিনিয়োগ আসবে। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশে রপ্তানি ১৩ শতাংশ বেড়েছে।'
প্রধান উপদেষ্টা বলেন, 'পৃথিবীর সকল সরকার আমাদের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য।'