'যারাই মব সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে'

দেশে এখন
0

যারাই মব সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 'বিশৃঙ্খলা দমনে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।'

আজ (বৃহস্পতিবার, ৬ মার্চ) দুপুরে রাজধানীর পল্টনে টুরিস্ট পুলিশের হেডকোয়ার্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মব জাস্টিস নিয়ন্ত্রণে প্রতিটি পরিবারের ভূমিকাও গুরুত্বপূর্ণ মন্তব্য করে এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'মব জাস্টিসের নামে যেকোনো ধরনের বিশৃঙ্খলা দমনে কাজ করছে সরকার।'

বিশাল এলাকা অনুযায়ী সদস্য কম, তাই টুরিস্ট পুলিশের জনবল বাড়াতে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

ইএ