বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সমন্বয়ে এ কর্মসূচি পালন করা হচ্ছে।
এসময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো শিক্ষাপ্রতিষ্ঠানে অতীতে ছাত্রদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করতো।
এসময় ছাত্রদের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তারা। লেজুরবৃত্তিক রাজনীতি থেকে বের হয়ে নতুন বন্দোবস্তের কথা বলেন নেতারা। বলেন, শহীদদের রক্তদান বৃথা যেতে দেয়া হবে না।