'প্রয়োজনে নতুন করে র‍্যাব গঠন করা হবে; আগামী মাসে সিদ্ধান্ত আসতে পারে'

দেশে এখন
0

আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় র‍্যাবের নাম ও পোশাক পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। আগামী মাসে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, 'প্রয়োজনে নতুন করে র‍্যাব গঠন করা হবে।'

আজ (মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি ইস্যুতে আলোচনা হয়। সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, 'কিশোর গ্যাং ও ছিনতাই আগের চেয়ে কমেছে কিন্তু সহনীয় পর্যায়ে আসেনি।'

তবে অপ্রীতকর ঘটনা ঘটলে সাথে সাথে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'প্রতিদিন নানা দাবি দাওয়ার কারণে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করতে পারছে না।'

এসময় জনভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরে কিংবা সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হবার আহ্বান জানান তিনি।

র‌্যাব প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সভায় র‍্যাবের নাম ও পোশাকের বিষয়ে একটা ধারণা দেয়া হয়েছে। সংস্থাটিকে নতুন করে গঠন করা হবে। র‍্যাবের নাম ও পোশাকের বিষয়ে সবার মতামত নেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় নাম ও পোশাকের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

ইএ