আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর রোববার শুনানি হবে। এর আগে গত ৬ ফেব্রুয়ারি ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগ দেয়ার সিদ্ধান্ত বাতিল করে রায় দেন হাইকোর্ট।
একইসঙ্গে, কোটা বাদ দিয়ে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দিতে নির্দেশ দেন আদালত। গত বছরের ১৯ নভেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগপত্র দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।
এদিকে, উত্তীর্ণ প্রার্থীরা নিয়োগের দাবি ও আদালতে রায় বাতিলের দাবিতে শাহবাগে লাগাতার আন্দোলন করছেন।