দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘন তদন্তে এর আগেও জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠনের নজির আছে। তবে বাংলাদেশের ক্ষেত্রে এটিই প্রথম।
ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রধান ভলকার টুর্ককে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আহ্বান জানান। গত বছর প্রাক-তদন্ত দল ঢাকা আসে এবং সেপ্টেম্বরে মূল তদন্ত শুরু হয়।
ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ বাংলাদেশ সরকারের মতামতের জন্য তাদের খসড়া প্রতিবেদন ঢাকায় পাঠিয়েছিলো। গত সপ্তাহে মতামত জানিয়েছে সরকার।
প্রায় দেড়শ' পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।