পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, আটকা ২ ফেরি

দেশে এখন
0

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে মাঝ নদীতে আটকে পড়েছে ‘বাইগার’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামে দুটি ফেরি। গতকাল (শুক্রবার) রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ঘন কুয়াশার কারণে নৌরুটে দৃষ্টিসীমা কমে আসে। দুর্ঘটনা এড়াতে রাত ১২টার দিকে সব ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। এতে নদীর মাঝপথে আটকে পড়ে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহনসহ দুটি ফেরি।

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কমে গেলে এ নৌরুটে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। এ নৌপথে ছোট বড় মোট ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়।

এএইচ