তিনি বলেন, ‘৬ মাসে জনগণের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকারের ঘাটতি রয়েছে।’ সংস্কার বা পরিবর্তনের কোনো নমুনা দেখা যাচ্ছে না মন্তব্য করে এই পরিস্থিতির অবসান ঘটানোর কথা বলেন তিনি।
এসময় গ্রামীণ ব্যাংকের চাকরিচ্যুতদের পুনর্বহাল, আউটসোর্সিংয়ের নিয়োগ বন্ধ, চাকরি স্থায়ীকরণ করে নিয়োগের শুরু থেকে সকল প্রাপ্য পরিশোধ, আন্তর্জাতিক শ্রম আইন অনুযায়ী প্রাপ্য অধিকার দেওয়াসহ ৫ দফা দাবির পূর্ণ সমর্থন জানিয়ে অবিলম্বে নিয়োগ স্থায়ীকরণসহ সকল দাবি মেনে নেয়ার আহ্বান জানান।