‘পিলখানা হত্যাকাণ্ডে জড়িত ও যাবজ্জীবন প্রাপ্তদের নির্দোষ প্রমাণ প্রহসন ছাড়া কিছু নয়’

দেশে এখন
0

বিডিআর পরিবার ও নতুন রাজনৈতিক শক্তিগুলো বিদ্রোহে জড়িত সব বিডিআরকে যেভাবে নির্দোষ বলে দাবি করছে তার প্রতিবাদ জানিয়েছেন পিলখানা হত্যাকাণ্ডের শহীদ পরিবার এবং বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। আজ (বুধবার, ২৯ জানুয়ারি) সকালে রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন ক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবি জানান তারা।

তারা জানান, দেশের গণমাধ্যম এবং কিছু রাজনৈতিক দল পিলখানা হত্যাকাণ্ডের দায় ভারত এবং শেখ হাসিনাকে দিচ্ছে। সম্প্রতি যে বিডিআর সদস্যরা আদালতের আদেশে জামিন পেয়েছেন তাদের নিয়ে আপত্তি নেই জানিয়ে তৎকালীন সেনা কর্মকর্তারা বলেন, ‘যারা হত্যাকাণ্ডে জড়িত এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তাদের নির্দোষ প্রমান প্রহসন ছাড়া কিছু নয়।’

সংবাদ সম্মেলনে, ২৫ ফেব্রুয়ারিতে বিডিআর বিদ্রোহের সেদিনকার হত্যাকাণ্ডের ভয়াবহতার বর্ণনা করেন প্রত্যক্ষদর্শীরা। অভিযুক্ত বিডিআর সদস্যরা যদি নির্দোষ হয় তাহলে তাদের বাবাদের কারা মারলো এমন প্রশ্ন তোলেন শহীদ পরিবার।

এ সময় বিডিআর বিদ্রোহ বিষয়ে গঠিত কমিশনকে দোষীদের শাস্তি নিশ্চিতের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন বিডিআর সদর দপ্তর পিলখানায় বিডিআর বিদ্রোহ হয়।

এএম