এতে লিখিত বক্তব্য পাঠ করেন ডিপ্লোমা অ্যাসোসিয়েশন পরিষদের জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য সচিব ডা. বাতেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বর্তমানে ডিএমএফ কোর্স সম্পন্নকারী প্রায় ৫০ হাজার দক্ষ জনবল কর্মসংস্থানের অভাবে বেকার হয়ে পড়েছে। স্বাধীনতার ৫৩ বছর পরও ম্যাটস শিক্ষার্থীরা বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার। দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করার পরও বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না।
শূন্য পদ থাকার পরেও এক যুগের বেশি সময় ধরে নিয়োগ বন্ধ রয়েছে। এতে একদিকে প্রান্তিক জনগোষ্ঠী চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে অন্যদিকে ম্যাটস থেকে পাসকৃত বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তাই অতিদ্রুত চার দফা দাবি বাস্তবায়নে সরকারের হস্তক্ষেপ কামনা করছি।
তাদের চার দফা দাবিগুলো হলো- শূন্য পদে নিয়োগ ও সরকারি বেসরকারি হাসপাতালে নতুন পদ সৃষ্টি করা, কোর্সের কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপে ভাতার দাবি, প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইনের নাম পরিবর্তন করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামকরণ এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমএন্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চ শিক্ষার অধিকার প্রদান করতে হবে।
এ সময় কমিউনিটি মেডিকেল অফিসার ডা. চিত্তরঞ্জন দাস, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডা. আশরাফুজ্জামানসহ ম্যাটস শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।