অন্তর্বর্তী সরকার জামায়েত সমর্থিত কিনা প্রশ্ন রিজভীর

রাজনীতি
দেশে এখন
0

অন্তর্বর্তী সরকার জামায়েত সমর্থিত সরকার কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (মঙ্গলবার, ২৮ জানুয়ারি) নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন কার্যক্রম উদ্বোধন শেষে এসব বলেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী দোসররা যাতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে জেলা উপজেলাতে নির্দেশনা দেয়া হয়েছে।’

বিএনপিকে নিয়ে ভেতরে বাইরে সব জায়গায় ষড়যন্ত্র চলমান রয়েছে উল্লেখ করে দেশের স্বার্থে বিএনপি বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি অন্তর্বর্তী সরকার জামায়েত সমর্থিত সরকার কিনা এমন প্রশ্ন তুলেন। এছাড়া দল থেকে বহিষ্কৃতরা নবায়নের আওতায় আসবেন না বলেও জানান তিনি।

এএম