ঢাবি-সাত কলেজ দুই পক্ষকেই ধৈর্য্য রাখার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

শিক্ষা
দেশে এখন
0

ঢাকা বিশ্ববিদ্যালয় ও সরকারি সাত কলেজের সংঘর্ষের জেরে দুই পক্ষকেই ধৈর্য্য রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ২৭ জানুয়ারি) সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কোর কমিটির সাপ্তাহিক নিয়মিত বৈঠক শেষে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে উঠে আসে রোববার রাতে নীলক্ষেতে ঘটে যাওয়া সংঘর্ষ। বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীদের ইতিবাচক কাজের মাঝে সামান্য কিছু ভুল হয়ে যায়।’ আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান সম্ভব বলেও জানান তিনি।

এর আগে বৈঠক শেষে বের হন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে।

বৈঠকে উপস্থিত ডিএমপি কমিশনার জানিয়েছেন, পুলিশ ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করেছে। তার প্রত্যাশা আজকের মধ্যে সমাধান হয়ে যাবে।

এএইচ