সকালে সাড়ে ৯টায় কুচকাওয়াজ পরিদর্শন করেন আইজিপি। এ সময় নবীন সাব-ইন্সপেক্টরদের অভিবাদন গ্রহণ করেন। ২০২৩ সালে ব্যাচটি বুনিয়াদি প্রশিক্ষণের জন্য একাডেমিতে যোগ দেয় মোট ৮২১ জন এসআই। পরে মাঠে ও ক্লাসে বিশৃঙ্খলার অভিযোগে কয়েক ধাপে বাদ পড়েন ৩৪১ জন।
ব্যাচেটির অবশিষ্ট থাকা ৪৮০ জন সাব-ইন্সপেক্টর ৮ টি কন্টিনজেন্টে ভাগ হয়ে কুচকাওয়াজে অংশ নেয়। এতে বেস্ট একাডেমিক হন ক্যাডেট বদিউজ্জামান, ইনফিল্ডে বেস্ট হন নজরুল ইসলাম ও সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেন ক্যাডেট আরিফুল ইসলাম। শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন আইজিপি।