ধামরাই উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ ওয়ার্ড। খসে পড়ছে ছাদের প্লাস্টার, বেহাল রোগীর বিছানা। সেবা নিতে এসে ছারপোকাসহ পোকামাকড়ের উপদ্রবে অতিষ্ঠ রোগীরা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ অস্বাস্থ্যকর। ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে মহিলা ও পুরুষ ওয়ার্ডের শয্যা। অপরিচ্ছন্ন মলিন বিছানার চাদরেই থাকছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি ফ্লোরে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামসহ সবকিছুতেই পড়েছে ধুলোর স্তর। চিকিৎসা সেবা নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ।
এসব অনিয়মের ব্যাপারে কিছুই জানেন না উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। তার দাবি, এটি জেলার শ্রেষ্ঠ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। যেখান থেকে প্রতিদিন চিকিৎসা নিচ্ছেন শত শত রোগী।
ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারসিম তারান্নুম হক বলেন, ‘বেড কিন্তু কখনোই আপনার খালি থাকছে না। এক বেড থেকে একজন চলে গেলেই আরেকজন রোগী চলে আসছেন। সার্ভিসের ব্যাপারে ধামরাই হাসপাতাল শতভাগ দেয়ার চেষ্টা করে।’
অস্বাস্থ্যকর আর অপরিচ্ছন্ন পরিবেশের কারণেই কাঙ্ক্ষিত সেবা না পেয়েই ফিরতে হচ্ছে অনেক রোগীকে। কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ তাদের।