দেশে এখন
0

রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের রুবি জয়ন্তী উদযাপন

'চার দশকের পথচলা শেষে সবুজ স্মৃতিময় স্বপ্নের দেশ' এই স্লোগানে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

আজ (শুক্রবার, ১০জানুয়ারি) সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রুবি জয়ন্তী (৪০ বছর পূর্তি) ও প্রথম রিইউনিয়ন-২০২৫ উদযাপন কমিটির আয়োজনে রুবি জয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল চাকমা।

রুবি জয়ন্তী ও প্রথম রিইউনিয়ন-২০২৫ উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেনের সভাপতিত্বে রুবি জয়ন্তীর উদ্বোধন করেন কাপ্তাই জোনের জোন কমান্ডার লে. কর্নেল নূর উল্লাহ জুয়েল, পিএসসি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ, কাপ্তাই বিএফআইডিসি, এলপিসি অহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হাসান বাবু, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মো. মাসুদসহ কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে কাপ্তাই উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কাপ্তাইয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে মিলিত হয়।

পরে বেলুন উড়িয়ে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের ৪০ বছর পূর্তি রুবি জয়ন্তীর উদ্বোধন করা হয়।

এসএস