প্রতিযোগিতায় বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হক চ্যাম্পিয়ন এবং বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।
সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমানবাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম, বিবিপি, ওএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান বাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
গতকাল (বুধবার, ৮ জানুয়ারি) বিমান বাহিনী সদর দপ্তরের (ইউনিট) এয়ার অধিনায়ক এয়ার কমডোর মো. শফিকুল ইসলাম, বিইউপি, এনডিসি, এফএডব্লিউসি, পিএসসি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন। উল্লেখ্য, ২ দিন ব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।—আইএসপিআর