তিনি বলেন, ‘প্রশাসনের সহযোগিতা নিয়েই অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জ মোকাবেলা করছে।’ খাদ্যদ্রব্যের মজুদ নিয়ে সন্তোষ প্রকাশ করে উপদেষ্টা জানান, দেশের বাইরে থেকে চাল আসলেই বাজারে দাম কমে আসবে।
সরকারিভাবে বার্মা ও পাকিস্তান থেকে দেড় লাখ মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্তের কথাও জানান তিনি। আর চলতি মাসেই চাল ও গম মিলে আসছে ১ লাখ ৭৫ হাজার মেট্রিক টন। অন্যদিকে ভারত থেকেও চাল আমদানির প্রক্রিয়া চলমান রয়েছে।
এসময় উপদেষ্টা বলেন, ‘সিন্ডিকেট ভাঙ্গতে সর্বোচ্চ আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার।’
বৈদেশিক মুদ্রা নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, বৈদেশিক মুদ্রা সহনীয় পর্যায়ে এসেছে তবে সব ব্যাংকে একই ধরনের ডলার নেই। পরিস্থিতি চ্যালেঞ্জিং তবে উদ্বিগ্ন হওয়ার মতো নয় বলেও আশ্বস্ত করেন এই উপদেষ্টা।