তাকে বিদায় জানানোর জন্য পথে পথে নেতাকর্মীদের ঢল নেমেছে।
তার এই বিদেশযাত্রাকে কেন্দ্র করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন বিএনপি চেয়ারপারসনের বড় ছেলে ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। কিছুদিন চিকিৎসার পর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেয়ার কথা রয়েছে।
তার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। বিদেশযাত্রার আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতাসহ সমমনা রাজনৈতিক দলের নেতারা বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন।
দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে সাক্ষাতের অপেক্ষায় তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন যাবেন ১৫ জন।
দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে।