দেশে এখন
0

রাতে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আজ রাতে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সব ঠিকঠাক থাকলে রাত ১০টায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডন যাবেন। তাকে শুরুতে লন্ডন ক্লিনিকে ভর্তি করানোর কথা রয়েছে। আর দীর্ঘ সাড়ে সাত বছর পর দেখা হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাবেন। সে কারণে কাতার আমির একদিন আগেই ঢাকায় পাঠিয়ে দেন বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স।

সব ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাত ১০টায় সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই লন্ডনের উদ্দেশ্য যাত্রা করবেন বেগম জিয়া। যুক্তরাজ্যে পৌঁছানোর পর সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে ভর্তি করা হবে। কিছুদিন চিকিৎসার পর তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় হসপিটালে নেয়ার কথা রয়েছে।

তার বিদেশ যাত্রা নিয়ে বিএনপির নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহলের কমতি নেই। বিদেশযাত্রার আগেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতাসহ সমমনা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করেন।

দীর্ঘ সাড়ে সাত বছর পর লন্ডনে সাক্ষাতের অপেক্ষায় খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার। খালেদা জিয়ার এই সফরে সাত চিকিৎসকসহ লন্ডন যাবেন ১৫ জন।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে ওমরাহ পালন করতে পারেন বেগম জিয়া। সবশেষ তিনি লন্ডন যান ২০১৭ সালের জুলাই মাসে।

এএইচ