শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবাস ও গৃহবন্দী থেকেই এক যুগ পার করতে হয়েছে ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ৭৯ বছর বয়সী এই রাজনৈতিক নেতার শারীরিক নানা অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক, পরিবার ও রাজনৈতিক দলসহ নানা মহল থেকে দাবি তোলা হলেও তাতে ভ্রুক্ষেপহীন ছিল হাসিনা সরকার।
গত ১০ বছরে বড় রাজনৈতিক দলের অন্যতম দুশ্চিন্তা ছিল বেগম জিয়ার চিকিৎসা। অতঃপর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মিলল সে সুযোগ।
আজ (সোমবার, ৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা ড. এ জেড এম জাহিদ হোসেন জানালেন ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বেগম জিয়া। যার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স আসবে কাতার থেকে।
শুধু চিকিৎসা নয়, সে সুযোগে লন্ডন এয়ারপোর্টে মা কে ৮ বছর পর কাছে পাবেন বিএনপির ভবিষ্যৎ চেয়ারম্যান তারেক রহমান। বরণ করবেন সপরিবারে।
গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে বেগম জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান ড. জাহিদ।