দেশে এখন
0

কাতারের বিশেষ অ্যাম্বুলেন্সে কাল লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য কাল লন্ডন যাবেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সেখানে তাকে বরণ করতে সপরিবারে বিমানবন্দরে আসবেন তারেক রহমান। বেগম জিয়াকে নিতে কাতারের আমিরের পাঠানো বিশেষ অ্যাম্বুলেন্স আসবে আজ।

শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে কারাবাস ও গৃহবন্দী থেকেই এক যুগ পার করতে হয়েছে ৩ বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ৭৯ বছর বয়সী এই রাজনৈতিক নেতার শারীরিক নানা অসুস্থতায় বিদেশে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক, পরিবার ও রাজনৈতিক দলসহ নানা মহল থেকে দাবি তোলা হলেও তাতে ভ্রুক্ষেপহীন ছিল হাসিনা সরকার।

গত ১০ বছরে বড় রাজনৈতিক দলের অন্যতম দুশ্চিন্তা ছিল বেগম জিয়ার চিকিৎসা। অতঃপর ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর মিলল সে সুযোগ।

আজ (সোমবার, ৬ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার দীর্ঘদিন চিকিৎসার দায়িত্বে থাকা ড. এ জেড এম জাহিদ হোসেন জানালেন ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডনে যাবেন বেগম জিয়া। যার জন্য বিশেষ অ্যাম্বুলেন্স আসবে কাতার থেকে।

শুধু চিকিৎসা নয়, সে সুযোগে লন্ডন এয়ারপোর্টে মা কে ৮ বছর পর কাছে পাবেন বিএনপির ভবিষ্যৎ চেয়ারম্যান তারেক রহমান। বরণ করবেন সপরিবারে।

গণমাধ্যমকর্মীদের ধন্যবাদ জানিয়ে নিজের শারীরিক সুস্থতার জন্য দেশবাসীর কাছে বেগম জিয়া দোয়া চেয়েছেন বলেও জানান ড. জাহিদ।

এএইচ