দেশে এখন
0

পুরোনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত রাজধানীবাসীর

খ্রিষ্টীয় নতুন বছর ২০২৫ বরণ করলো বাংলাদেশ। আতশবাজি, ফানুসসহ নানা আয়োজনে পুরোনোকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে রাজধানীবাসী। নাগরিকদের প্রত্যাশা, পরিবর্তিত বাংলাদেশ ২০২৫ সালে পৌঁছাবে কাঙ্ক্ষিত গন্তব্যে।

নিষেধাজ্ঞা অমান্য করেই পুরান ঢাকার আকাশ সেজেছে বর্ণিল রঙের আতশবাজিতে। মুহুর্মুহু আতশবাজি আর পটকার শব্দ বার্তা দিয়েছে পুরাতন বিদায়ের। মহাধুমধামে আহ্বান জানিয়েছে নতুনকে।

খোলা স্থানে জমায়েতে নিষেধ ছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের, তাই ছাদে ছাদে জমকালো আয়োজন। উৎসাহের কমতি নেই উদযাপনে।

লোকসমাগম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ২০২৪ সালকে ঘটনাবহুল ও স্মরণীয় বলছেন অনেকেই। তাতে প্রাপ্তি-অপ্রাপ্তির মিশেল।

সেসব দুঃখ দুর্দশা ভুলে নতুন উদ্যমে, সুখ, সমৃদ্ধি আর শান্তির প্রত্যাশায় নতুন বছরকে স্বাগত জানিয়েছেন রাজধানীবাসী।

থার্টি ফার্স্ট নাইট ও নতুন বছর উদযাপনে বিশৃঙ্খলা ঠেকাতে নগরীজুড়ে সতর্ক অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এএইচ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!