জাহাজে ৭ খুনের প্রতিবাদে প্রতিবাদে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মধ্য রাত থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী নৌযানে কর্মবিরতি চলছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে খোলা পণ্য খালাস ও পরিবহন। এতে সারাদেশে চাল, ডাল, গম, তেল, শিল্পের কাঁচামালসহ সব ধরনের পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। খোলা আমদানি পণ্য নিয়ে আসা বিদেশি জাহাজগুলোতেও হচ্ছে না কাজ।
আজ সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঘাটে হাজির হন নৌ শ্রমিকরা। তাদের অভিযোগ, গ্রেপ্তারকৃত ইরফান ছাড়াও আরো কেউ এ ঘটনায় জড়িত। তাই দায়ী সবাইকে গ্রেপ্তার করা না হলে কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। একই সাথে দাবি জানান নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের।
চাঁদপুরেও কর্মবিরতি পালন করছে নৌপরিবহন শ্রমিকরা। তারা চাঁদপুর নৌ রুটে দুর্বল নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি জানান।
এদিকে, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে স্থবির হয়ে পড়েছে উত্তরাঞ্চলের বৃহৎ নদী বন্দর বাঘাবাড়ি। বাঘাবাড়ি নদীবন্দর হয়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল, সারসহ বিভিন্ন পণ্য সরবরাহ হয়ে থাকে। কর্মবিরতিতে উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল ও সার সংকট দেখা দিতে পারে।
সাত খুনের ঘটনায় গ্রেপ্তার ইরফানকে ৭দিনের রিমান্ডে নেয়ার পর তথ্য বের করার চেষ্টা চলছে বলে জানিয়েছে চাঁদপুর নৌ পুলিশ।