শীতের শুরুতে বাজারে হরেক রকম সবজির সমাহার। সরবরাহ ঘাটতি না থাকায় দামও রয়েছে হাতের নাগালে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়, টমেটো ১০০, ফুলকপি, পাতাকপি আকার ভেদে ৩০ থেকে ৫০ টাকা, মুলা ৩০ থেকে ৪০ টাকা আর গাজর বিক্রি হচ্ছে ৭০ টাকায়।
লাগামহীন সবজির দাম কমায় স্বস্তি মিলেছে ক্রেতাদের। বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বেড়েছে। আগামী সপ্তাহে দাম কমবে আরও।
বাজারে মুড়িকাটা পেঁয়াজ আসায় দাম নেমেছে কেজিতে ৬০ টাকায়। আর দেশি আলু বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
ব্যবসায়ী সিন্ডিকেটের সব দাবি মানার পর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ বাড়ায় বাজার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। লিটারে আট টাকা বেড়ে বোতলজাত লিটারে বিক্রি হচ্ছে ১৭৫ আর খোলা তেল বিক্রি হচ্ছে ১৬৫ টাকায়।
অনেকটা স্থিতিশীল মাছ-মাংসের দাম। আগের দামেই বিক্রি হচ্ছে গরু, খাসি। তবে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ব্রয়লার মুরগির কেজিতে বিক্রি হচ্ছে ২২০ আর সোনালি ৩২০ টাকায়।
এদিকে খুচরা পর্যায়ে চালের দাম কেজিতে ২ থেকে ৫ টাকা বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।