আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) কারওয়ান বাজারে পলিথিন অভিযানে এসব কথা বলেন তিনি। এসময় সচেতনতা অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্রেতাদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসার অভ্যাস বাড়াতে তাগিদ দেন।
পরবর্তীতে তিনি সাংবাদিকদের বলেন, পলিথিন উৎপাদন বন্ধের কার্যক্রম চলছে এবং চলবে। এ পর্যন্ত প্রায় ২০০টি অভিযান চালানো হয়েছে যেখানে জরিমানা হয়েছে প্রায় ২৬ লক্ষ টাকা।
এ অভিযানগুলোতে ৫০ হাজার ৫৫৬ কেজি পলিথিন জব্দ করা হয়েছে বলেও জানান তিনি। আগামীতে অভিযান কার্যক্রম আরো কঠোর করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।