আজ (শনিবার, ১৪ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘পানিবণ্টন থেকে শুরু করে দেশের স্বার্থ বিরোধী চুক্তি আর বাংলাদেশকে শোষণের চিত্রই বলে দেয় ভারত গেল ৫৩ বছরে বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হতে পারেনি।’
তিনি বলেন, ‘দেশের সকল কিছু নিয়ন্ত্রণ, জাতিকে পঙ্গু ও দেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে জন্যই ভারত বুদ্ধিজীবীদের হত্যা করেছিল।’
বাংলাদেশ-ভারত বাণিজ্য থেকে অর্থনীতিতে কোনো ক্ষতি না করলে বাংলাদেশকে ক্ষতি করার শতাধিক উদাহরণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘ব্যবসা বাণিজ্য, সংস্কৃতিকে নিয়ন্ত্রণ করে বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তারের জন্যই ভারত স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল।’
মুক্তিযুদ্ধের ওপর ডকুমেন্টারি তৈরির উদ্যোগ নেয়ার জন্যই জহির রায়হানকে শেখ মুজিব গুম করেছিল বলেও জানান তিনি। গোলাম পরওয়ার বলেন, ‘যুদ্ধের প্রকৃত ইতিহাস থেকে বঞ্চিত করতেই জহির রায়হানকে গুম করা হয়েছিল।’
সিরাজ শিকদারকে হত্যার মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান এ দেশে বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি চালু করেছিল বলে অনুষ্ঠানে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ জামায়াতের নায়েবে আমির আব্দুস সবুর ফকির।
এছাড়া গত ৫৩ বছর সোনার বাংলার সার্বভৌমত্ব প্রতিবেশি রাষ্ট্রের কাছে বর্গা দেয়া ছিল বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।