হত্যা ও বিস্ফোরক মামলা প্রত্যাহার ও রায় বাতিল করা, নিরপরাধ কারাবন্দিদের মুক্তির দাবি, ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণাসহ আট দফা দাবি নিয়ে আজ (শুক্রবার, ১৩ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন তারা।
এসময় ভুক্তভোগী পরিবারগুলো জানান, অর্ধশতাধিক সদস্যকে অমানবিক রিমান্ড দেয়ায় মৃত্যুবরণ করেছেন। নিরপরাধ পরিবারগুলো স্বজন হারিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিথ্যা মামলা দিয়ে সাজা দেয়ায় দোষীদের শাস্তিও ক্ষতিগ্রস্ত পরিবারে ক্ষতিপূরণের দাবিও জানান তারা।