দেশে এখন
0

পল্টনের চায়না টাউন মার্কেটের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি

রাজধানীর পল্টনের চায়না টাউন মার্কেটের দুটি মোবাইল দোকানের তালা ভেঙে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে যায় চোরচক্রের সদস্যরা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

এ সময় দোকান দু‌টির তালা ভেঙ্গে নগদ অর্থসহ প্রায় দেড় কো‌টি টাকা মূল্যের দেড়শ মোবাইল সেট চুরি করে ১২ থেকে ১৪ জনের চোরচক্রের সদস্যরা।

এ ঘটনায় পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। এ সময় মার্কেটের ব্যবসায়ীরা এ ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন।

এই চুরির ঘটনায় নিরাপত্তারক্ষী ও কাজের বুয়াকে সন্দহ করছেন বলেও অভিযোগে জানান ভুক্তভোগীরা। এই চুরির জন্য মার্কেটের কর্তৃপক্ষের গাফিলতিকেও দুষছেন তারা। এই ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

এদিকে চোর চক্রকে ধরতে পু‌লিশ অভিযান চালাচ্ছে বলে জানান পল্টন থানার ওসি।

ইএ

আরও পড়ুন:
এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!