ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘পর্যায়ক্রমে ৫ হাজার শিক্ষার্থীদের হলের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশনের। যারা হলে থাকবেন তাদের আইইএলটিএস এ ৭ পাওয়ার মতো যোগ্য করে তোলার জন্য প্রশিক্ষণ দেয়া হবে।’
তিনি বলেন, ‘যদি কেউ দানের টাকা নিতে না চায় সেক্ষেত্রে শিক্ষার্থীরা নিজের টাকা দিয়ে থাকতে পারবেন এখানে।’
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে কিছুটা হলেও হল সমস্যার সমাধান হবে।’