দেশে এখন
0

‘১৫ বছরে তৈরি সিলেবাস কাজে লাগেনি’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ১৫ বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যেই শিক্ষা দেয়া হয়েছে সেটি কাজে লাগেনি।

আজ (রোববার, ৮ ডিসেম্বর) বিকালে নরসিংদীর পলাশে আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে পলাশ থানা সেন্ট্রাল কলেজের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘১৫ বছর সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে যেই শিক্ষা দেয়া হয়েছে সেটি কাজে লাগেনি। ৫ আগস্ট সব শিক্ষা উল্টে গেছে। শিক্ষার্থীরা নতুন করে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এনেছে।’

ড.আবদুল মঈন খান বলেন, ‘২০২৪ এর ৫ আগস্ট ছাড়াও এর আগে ছাত্র জনতা দেশের পাশে থেকেছে। জাতির প্রয়োজনে ছাত্র জনতা রাজপথে নামে বারবার, ভবিষ্যতেও দেশের প্রয়োজনে ছাত্র জনতা রাজপথে নামবে। তবে, তাদের মূল কাজ ভুলে গেলে চলবে না। শিক্ষার্থীদের পড়াশোনায় ফিরতে হবে। জাতির প্রয়োজনে যেভাবে রাজপথে নেমেছো সেই প্রয়োজনেই ক্লাসরুমে ফিরতে হবে।’

এ সময় তিনি বাংলাদেশের সঠিক ইতিহাস পাঠদানে শিক্ষকদের প্রতি আহ্বান জানান। পলাশ থানা সেন্ট্রাল কলেজের অধ্যক্ষ আমীর হোসেন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় শিক্ষানুরাগীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএইচ