এরই মধ্যে দেশীয় কয়েকটি কোম্পানি কিছু কিছু মেডিকেল সরঞ্জাম উৎপাদন করলেও বাজারে রয়েছে আস্থার সংকট। কোম্পানিগুলো বলছে, দেশীয় এসব সরঞ্জাম বিদেশি কোম্পানিগুলোর তুলনায় গুণে-মানে কোনো অংশেই কম নয়। উপরন্তু দামেও সস্তা।
সংশ্লিষ্টরা বলছেন, দেশেই অনেক মেডিকেল সরঞ্জামাদি উৎপাদন সম্ভব। এজন্য প্রয়োজন উদ্যোক্তা ও আমদানিকারকের সদিচ্ছার। সেইসঙ্গে প্রয়োজন সরকারের নীতি ও আর্থিক সহায়তা।
এদিকে দেশের চিকিৎসা প্রযুক্তিতে নিত্য নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিতির লক্ষ্যে তৃতীয়বারের মতো রাজধানীর কুড়িলে আইসিসিবিতে চলছে বাংলা মেড এক্সপো। ৮ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রদর্শনী।
এক্সপোতে ১৫০টি স্টলে ২৫০টির বেশি কোম্পানির পণ্য প্রদর্শিত হচ্ছে। আয়োজকেরা জানায়, হাসপাতাল, ডাক্তার, প্যাথলজিস্ট, বিজ্ঞানী, ডিলার, ডিস্ট্রিবিউটর, আমদানিকারক, খুচরা বিক্রেতা এবং ক্রেতাদের সংযুক্ত করবে এ মেলা।
প্রদর্শনীতে বন্ধ্যাত্ব নিরাময়ে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ রয়েছে। যেখানে বাংলাদেশ ছাড়াও বিদেশি চিকিৎসকরা সরাসরি এবং অনলাইনে রোগী দেখবেন।