দেশে এখন
0

সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় ঢাবিতে বিভিন্ন ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় সোমবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন ছাত্র সংগঠন। বিক্ষোভ মিছিল থেকে দাবি ওঠে, এমন ন্যাক্কারজনক ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে ভারতকে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রতিবেশী দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক অবশ্যই থাকবে, তবে নিজেদের স্বার্থ বিলিয়ে নয়।

৫ আগস্টের পর দিন যত যাচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপড়েন ততই বাড়ছে। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার ঘটনায় ফুঁসে উঠেছে রাজধানীসহ গোটা বাংলাদেশ।

হামলার প্রতিবাদে সোমবার সন্ধ্যা থেকেই বিভিন্ন ছাত্র সংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের ডাক দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্র অধিকার পরিষদ। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় রাজু ভাস্কর্যে এসে।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, কোন দেশের হাইকমিশনে হামলা ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন। ভারত বাংলাদেশকে অস্থিশীল করার পাঁয়তারা করছে বলেও অভিযোগ করেন তারা।

ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা হাইকমিশনে হামলার ঘটনার প্রতিবাদ করে বলেন, ভারতীয় ষড়যন্ত্র কোন ভাবেই সফল হতে দেয়া যাবে না।

এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ আরও কয়েকটি সংগঠন বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এএইচ