জুলাই-আগস্টে আন্দোলনে শহীদের স্মরণে রাখতে সারাদেশে গ্রাফিতি অঙ্কন কর্মসূচি শুরু হয়েছে। আগামী সাতদিন দেশব্যাপী শহীদ সপ্তাহ উপলক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে। তবে শুধু অঙ্কন নয়, পাশাপাশি দেয়াল লিখনের আহ্বান জানান মাহমুদুর রহমান।
জুলাইয়ে নিজেদের অধিকার আদায়ে আন্দোলনে পতন ঘটে শেখ হাসিনার সরকারের। এর মাঝে প্রাণ হারিয়েছে ২ হাজারের বেশি ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষ। যাদের সাদা ক্যানভাস আর রং তুলিতে করা হচ্ছে স্মরণ।
৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের গল্প তুলে ধরা হয় প্রতিটি দেয়ালে। তবে ফ্যাসিবাদরা সে দৃশ্য অনেকটাই মুছে ফেলেছে। তাই জুলাই বিপ্লবের বীর শহীদ এবং তাদের স্মৃতিকে ধরে রাখতে বিপ্লবের বর্ণ আঁকি নামে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রবিবার সেই কর্মসূচির উদ্বোধন করেন সাংবাদিক মাহমুদুর রহমান এবং ইনকিলাব মঞ্চের নেতারা।
আমার দেশ সম্পাদক বলেন, ‘স্বৈরাচারের পতনের যুদ্ধ শেষ হলেও ভারত বিরোধী যুদ্ধ চালিয়ে যেতে হবে ফ্যাসিস্ট শেখ হাসিনা আর যাতে ফিরে না আসতে পারে। আর ভারত যাতে এই দেশ দখল করতে না পারে সেই আন্দোলন চালিয়ে যেতে হবে। ভারত বাংলাদেশেকে তাদের একটা অঙ্গরাজ্য মনে করে। যার বিরুদ্ধে আন্দোলন সচল রাখতে হবে।’
ভারতীয় মিডিয়ার কর্মকাণ্ড সমালোচনা করে তিনি বলেন, ‘ভারতের মিডিয়াগুলো দেশের অভ্যন্তরীণ এবং তরুণদের বিপ্লবকে নিয়ে মিথ্যাচার করছে।’
ভারতীয়দের মিথ্যাচার এবং আধিপত্যবাদের বিরুদ্ধে দেশের গণমাধ্যমকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান এই সম্পাদক।
বিপ্লবের স্মৃতিকে ধরে রাখতে গ্রাফিতি অঙ্কন এবং দেয়াল লিখন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান ইনকিলাব মঞ্চের নেতারা।
দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালসহ সব জায়গায় গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে জুলাই বিপ্লবের শহীদের আজীবন স্মরণ রাখার আহ্বান জানান তারা।