দেশে এখন
0

'দেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশর মাটিতে প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদের ক্ষমা করব না'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের উপর ফ্যাসিবাদের থাবা বিস্তার করেছিলেন। এক নাগাড়ে সাড়ে ১৫ বছর তাণ্ডব চালিয়েছিলেন, যারা মানুষকে খুন করেছেন, গুম করেছেন যারা মানুষের ইজ্জত লুণ্ঠন করেছেন। যারা বাংলাদেশের সম্পদ লুণ্ঠন করে বিদেশের মাটিতে প্রাসাদ গড়ে তুলেছেন আমরা তাদের ক্ষমা করব না। তাদের প্রত্যেকের অপরাধের বিচার হতে হবে।

আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে শহরের চাঁচড়ায় পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ‘দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী সব চেয়ে মজলুম দল। এই দলের শীর্ষ নেতাদের বিচারের নামে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই সেই বাংলাদেশের মানুষের মধ্যে জাত পাত দল ধর্মের ব্যবধান থাকবে না।সকল মানুষের বৈধ অধিকার ভোগ করবে। কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাবে। অফিস আদালতে কোথাও ঘুষ-সুদের কারবার থাকতে দেওয়া হবে না।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের নেতা আব্দুল কাদের, অ্যাডভোকেট গাজী এনামুল হক, মাওলানা আবু জাফরসহ অন্যান্যরা।

ইএ