‘বিচারহীনতা ও ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে সমাজে নেতিবাচক প্রভাব পড়েছে’

.
রাজনীতি
এখন জনপদে
0

বিচারহীনতা ও ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসনে সমাজে নেতিবাচক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ১৫ মার্চ) সকালে মাগুরা শ্রীপুরের সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আছিয়ার আত্মার মাগফেরাত কামনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে ডা. শফিকুর রহমান শিশু আছিয়ার কবর জিয়ারত করেন। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ার কারণে ধর্ষণের মতো অপরাধ বাড়ছে বলেও অভিযোগ করে তিনি বলেন, ‘ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো গঠন করা গেলে কমবে অপরাধ।’

পরে আছিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহায়তাসহ যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

ইএ