দেশে এখন
0

ইমামদের প্রতি যে আহ্বান জানালেন সমমনা ইসলামী দলগুলো

চলমান পরিস্থিতি এবং ইসকনের তৎপরতা সম্পর্কে কাল জুমার খুতবায় সাবধানতা ও সচেতনতামূলক বক্তব্য দিতে সারাদেশে মসজিদের ইমামদের প্রতি আহ্বান জানিয়েছে বেশ কয়েকটি ইসলামী দল। আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান খেলাফত মজলিস,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টিসহ কয়েকটি সমমনা ইসলামী দল।

আজ (বৃহস্পতিবার, ২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খেলাফত মজলিস,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নেজামে ইসলামী পার্টিসহ কয়েকটি সমমনা ইসলামী দল।

এসময় তারা ইসকন নিষিদ্ধ, আইনজীবী সাইফুল ইসলামের হত্যাকারী ও উস্কানিদাতাদের বিচারের দাবি জানান।

বক্তারা বলেন, ‘দেশের শান্তি ও সমৃদ্ধির স্বার্থে আপাতত ইসলামি দলগুলো চুপ থাকবে, তবে সরকার যদি ইসকনকে নিষিদ্ধসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে, তবে ভবিষ্যতে আদালতে যাবেন তারা।’

এএম