দেশে এখন
0

ডা. মিলনের সমাধিতে সম্মিলিত পেশাজীবী প‌রিষদসহ বি‌ভিন্ন সংগঠনের শ্রদ্ধা

শহীদ ডা. মিলন দিবস আজ। ১৯৯০ সালের এই দিনে এরশাদবিরোধী আন্দোলনে চিকিৎসক নেতা শামসুল আলম খান মিলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনে গুলিতে নিহত হন।

দিবসটি উপলক্ষ্যে আজ (বুধবার, ২৭ নভেম্বর) ঢাকা মেডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে তার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক, সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন।

সকালে শ্রদ্ধা জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। পরে তি‌নি সাংবাদিকদের ব‌লেন, ‘ডাক্তার মিলন শাসকের বিরুদ্ধ কণ্ঠ তুলেছিলেন। ৯০ এর অভ্যুত্থান ও ২৪ এর বিপ্লব শিখিয়েছে স্বৈরাচার নিপাত যাবেই।’

তিনি বলেন, ‘দেশে আর নতুন করে কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না। এর আগে শ্রদ্ধা জানান ড্যাপ ও সম্মিলিত পেশাজীবী প‌রিষদের নেতারা।’

এএম