দেশে এখন
0

'ভাঙচুরের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে'

কোনো শিক্ষা প্রতিষ্ঠানে হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। আজ (সোমবার, ২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ভাঙচুরের ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।' আর একদিনে এত হামলাকে ষড়যন্ত্র উল্লেখ করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, কোনো গণমাধ্যমের অফিসে হামলা মেনে নেয়া হবে না। ষড়যন্ত্র রুখতে বিপ্লবপূর্ব সময়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সুদ মুক্ত ঋণের নামে, রাতের আধারে বাস, মাইক্রোবাস আর প্রাইভেট কারে বিভিন্ন জেলা থেকে ঢাকায় শতশত প্রান্তিক মানুষকে নিয়ে আসা আর দিনের বেলায় দুই দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ।

কখনও মূল সড়ক দিয়ে রিকশা চালানোর দাবি, আবার কখনও গণমাধ্যমের অফিসে হামলা, দেশজুড়ে যখন নানা পক্ষের নানা আন্দোলনে প্রায়ই অচলাবস্থা রাজধানীতে, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের আয়োজনে সংবাদ সম্মেলন।

যেখানে উপস্থিত হন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা, যারা গণঅভ্যুথানের নেতৃত্বেও ছিলেন, তাদের কাছে সাংবাদিকরা জানতে চান, এসব পরিস্থিতি নিয়ে কী ভাবছে সরকার?

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 'সরকার সফলভাবে প্রশাসনিক কার্যক্রম করুক, এটা আসলে অনেকেই হয়তো চাচ্ছে না। এবং আমাদের যে বিগত ফ্যাসিস্ট সরকার, তারা নানাভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে আমরা মনে করি যে পুলিশে একটা বড় পরিবর্তন এসেছে। এবং প্রশাসনের স্থবিরতা কাটানোর জন্য সেখানেও পরিবর্তন আনার পরিকল্পনা আমরা করছি।'

সংবাদ সম্মেলনে আরও জানতে চাওয়া হয় আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণের কৌশল ও গোয়েন্দা তৎপরতা সম্পর্কে। উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, তারা অতিরিক্ত জনবল নিয়োগসহ পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক মানে রূপ দেয়ার যে পরিকল্পনা নেয়া হয়েছে, সেখানে পৌঁছতে কিছু সময় লাগবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, 'আগের ওই প্র্যাক্টিসে যদি তারা যেতেন স্বাভাবিকভাবে ছাত্ররা আক্রমণ করতো এবং তার প্রতি উত্তরে যদি গুলি ছোড়া হতো তাহলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার মতো পরিস্থিতি তৈরি হতো। সেজন্য খুব স্বাভাবিকভাবেই তারা বাধা দেয়ার চেষ্টা করে। কিন্তু সেই ব্যারিকেড টপকে ছাত্ররা চলে যায়। শেষ পর্যন্ত তাদের থামানোর চেষ্টা করে। এখন মোটামুটি পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। এবং যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত, সিসিটিভি ফুটেজসহ সাংবাদিকদের ফুটেজেও এসেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ যথাযথ ব্যবস্থা নেয়া হবে।'

এদিকে ইসকনের সাবেক নেতাকে আটক কেন? সে প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, 'আমরা জানি উনি আটক হয়েছেন। এবং উনার নামে কোতোয়ালি থানায় একটা মামলা আছে। সেটা ডিএমপি ডিটেইল জানাবে।'

ব্রিফিংয়ে প্রথম আলোর আঞ্চলিক অফিসে হামলার বিষয়ে দৃষ্টিপাত করেন তথ্য উপদেষ্টা। এছাড়া বিপ্লব পরবর্তী সময়ে নানামুখী ষড়যন্ত্র রুখতে বিপ্লবপূর্ব সময়ের মতো সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এসএস