রাজনীতি
দেশে এখন
0

বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন চায়: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন চায়। শুধু ভোটের মাধ্যমে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। আজ (সোমবার, ২৪ নভেম্বর) দুপুরে প্রেসক্লাবে সাংবাদিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। দেশের পক্ষের সকল দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গণবিরোধী বিতাড়িত শক্তিকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক করে দিতে হলে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন জরুরি।’

তিনি বলেন, ‘বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন চায়। শুধু ভোটের মাধ্যমে রাষ্ট্রে জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত হবে। তাহলেই কোন সরকার স্বৈরাচার হতে পারবে না। সংস্কার নিয়ে সরকারের সাথে বিএনপির কোনো বিরোধ নেই।’

অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘৭৫ এর বাকশালকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা।’

গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছিলো হাসিনা সরকার। সাংবাদিকদের কোণঠাসা করে রেখেছিলো তারা বলেও জানান তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘সাংবাদিকদের দলবাজি ও পেশাদারিত্বের অভাবে প্রেসক্লাবের করুন অবস্থা হয়েছে। কোন দল নয় শুধু মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলার আহ্বান সাংবাদিকদের প্রতি।’

ইএ