দেশে এখন
0

৫ ঘণ্টা অবরোধের পর ক্যাম্পাসে ফিরেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

কর্মব্যস্ত সময়ে মহাখালীতে প্রায় ৫ ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধের পর ক্যাম্পাসে ফিরে গেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে বেরিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবি তাদের। তাদের এই দাবির সাথে একমত কলেজটির শিক্ষকরাও। তবে শিক্ষার্থীদের দীর্ঘ অবরোধে জনভোগান্তির পাশাপাশি যানজটে স্থবির হয়ে পড়ে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকা।

সকাল ১১টা, রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে ক্যাম্পাসের বাহিরে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। পরবর্তীতে আন্দোলনকারীরা অবস্থান নিতে শুরু করে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা মহাখালীতে। একে একে জড়ো হন কয়েক হাজার শিক্ষার্থী। বন্ধ হয়ে যায় মহাখালীর সব প্রবেশ পথ।

অবরোধ চলাকালে নোয়াখালী থেকে ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস মহাখালী রেলক্রসিং অতিক্রম করার সময় সেটি থামানোর চেষ্টা করে শিক্ষার্থীরা। তাতে ব্যর্থ হয়ে সেটি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শিক্ষার্থীরা। এতে ট্রেনের কয়েকটি জানালার কাঁচ ভেঙে যায়।

এসময় সড়ক ও রেলপথ বন্ধ হয়ে যায়। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হয় আশেপাশের কয়েকটি হাসপাতালের রোগী, তাদের স্বজন এবং সাধারণ যাত্রীদের। তবে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যকে অবস্থান নিতে দেখা যায়।

শিক্ষার্থীরা বলছেন- কলেজটি বিশ্ববিদ্যালয় না করায় সেশন জট, অতিরিক্ত ভর্তি ফিসহ বৈষম্যের শিকার হচ্ছেন তারা।

পরে মহাখালীতে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন তিতুমীর কলেজের অধ্যক্ষসহ কয়েকজন শিক্ষক। জানান, শিক্ষার্থীদের দাবির সাথে তারাও একমত। তবে জনদুর্ভোগ না ঘটিয়ে সবাইকে ক্যাম্পাসে ফেরত যাওয়ার আহ্বান জানান তারা।

এরপর ধীরে ধীরে সড়ক ছেড়ে ক্যাম্পাসে ফেরত যান শিক্ষার্থীরা। স্বাভাবিক হতে থাকে যান চলাচল।

এএইচ