জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের সু-চিকিৎসার দাবিতে গতকাল বুধবার (১৩ নভেম্বর) দুপুর থেকে পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন আহতরা। রাতে উপদেষ্টা আসিফ নজরুলসহ ৪ উপদেষ্টা হাসপাতালটির সামনে এসে দুঃখ প্রকাশ করে সহযোগিতার আশ্বাস দেন। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে আলোচনার আশ্বাস দেন তিনি। অবরোধের প্রায় ১৫ ঘণ্টা পর বৃহস্পতিবার ভোরে সড়ক অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
সকালে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তারা রোগীদের খোঁজখবর নেন।
অভ্যুত্থানে আহতরা জানান, ফ্যাসিস্ট অনুসারী এখনও রয়ে গেছে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে, তাই চিকিৎসা পেতে তাদের এখনও পোহাতে হচ্ছে বিড়ম্বনা। এছাড়াও চিকিৎসা পেলেও আর্থিক সহযোগিতা পাচ্ছেন না তারা।
পরিদর্শন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, পঙ্গুতে ভর্তি রোগীদের জন্য বিএনপির পক্ষ থেকে দেয়া হচ্ছে ৫ লাখ টাকা। এছাড়াও গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানান তিনি।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘আমরা রোগীদের সাহায্য ও দেখাশোনা চালিয়ে যাব। তবে যাদের সুচিকিৎসা দেশে সম্ভব নয়, তাদের আমরা চিহ্নিত করে অতি শিগগিরই সরকারের কাছে আহ্বান জানাব। যেন তাদেরসুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা হয়।’
পঙ্গু হাসপাতালে জুলাই–আগস্টের আন্দোলনে আহত ৮৪ জন এখনো চিকিৎসাধীন আছে।