উপদেষ্টা ফারুকী বলেন, ‘আমি করতে পারবো কী না সেটা দেখেই আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার শিল্প-সংস্কৃতি চর্চায় বাধা হবে না। তবে যারা শিল্প চর্চা করছে তাদেরও সচেতন হতে হবে।’
তিনি বলেন, ‘কুরুচিপূর্ণ, জঘন্য তথ্য যদি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন, তাহলে সমস্যা হবে। বিপ্লবের চেতনা বুঝতে হবে। উস্কানিমূলক কোনো কিছু করলে মানুষ বিক্ষুব্ধ হবেই। বিপ্লবের পর পরিস্থিতি শান্ত হতে সময় লাগে।’
নিজের কাজ সম্পর্কে সদ্য দায়িত্ব পাওয়া এই উপদেষ্টা বলেন, ‘একা কোনো কিছু করা সম্ভব না। সবাইকে নিয়ে কাজ করব। এখানে বাজেট কম। তবে আমার টিম ভালো। নতুন বাংলাদেশের ন্যারেটিভ ফিল্ম ছাড়া পূরণ করা সম্ভব না।’
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যেদিন থেকে শাহবাগে ফ্যাসিজম বিরোধীতার সূচনা হয়েছিল, সেদিনই এ নিয়ে লিখেছি। ফ্যাসিজমের বিরুদ্ধে আমার অবস্থান ছিল কী না, তার পুরস্কার হিসেবে এখানে দায়িত্ব পালন করতে এসেছি কিনা, এসব বিষয় বড় নয়- আমার কাজ দিয়ে আমার অবস্থান বিবেচনা করতে হবে।’