দেশে এখন
0

উপদেষ্টা পরিষদে আরও পাঁচজন, সন্ধ্যায় শপথ

প্রতিমন্ত্রী পদমর্যাদা পাচ্ছেন সহকারী উপদেষ্টারা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে আরও পাঁচজন যুক্ত হচ্ছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের বরণে পাঁচটি গাড়িও প্রস্তুত করা হয়েছে বলে জানা গেছে।

আজ (রোববার, ১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের শপথ পড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। এর মাধ্যমে উপদেষ্টাদের সংখ্যা আরও বাড়ছে।

নতুন উপদেষ্টাদের বরণ করতে এরই মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে প্রস্তুত রয়েছে ৫টি গাড়ি।

নতুনদের মধ্যে সংস্কৃতি উপদেষ্টা হতে পারেন মোস্তফা সরয়ার ফারুকী, বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টার দায়িত্ব পেতে পারেন আলী ইমাম মজুমদার। তবে বাণিজ্য উপদেষ্টা হিসেবে কে থাকবেন সে বিষয়ে কিছু জানা যায়নি। স্বাস্থ্যের সহকারী উপদেষ্টা হওয়ার আলোচনায় আছেন অধ্যাপক সায়েদুর রহমান।

নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় আসছেন স্বরাষ্ট্র ও স্বাস্থ্যের সহকারী উপদেষ্টা।

এর আগে ছাত্র-জনতার আন্দোলনের প্রেক্ষিতে ৫ আগস্ট দেশ ছাড়েন আওয়ামী লীগ প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরদিন ৬ আগস্ট বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তিন বাহিনীর প্রধানের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের বৈঠক হয়। সেখানে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাবনা দেয়া জয়।

সেদিন রাত সাড়ে ১১টার দিকে প্রেস উইং থেকে জানানো হয়, এই বৈঠকে অর্ন্তবর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। রাষ্ট্রপতি বলেন, ‘দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে।’ এ সংকট উত্তরণে যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা জরুরি।

এর দুইদিন পর ৮ আগস্ট রাত ৯টায় বঙ্গভবনে শপথ নেন ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকার। পরে এর পরিধি আরও বাড়ে।

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টাদের মধ্যে আছেন সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, মো. নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা, ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ ও ফারুকী আযম।

জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে দেশের সার্বিক কার্যক্রম পরিচালনা করার কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এএইচ

এই সম্পর্কিত অন্যান্য খবর