দেশে এখন
0

খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

যেভাবেই হোক পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (সোমবার, ৪ নভেম্বর) পিলখানাস্থ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'পিলখানা হত্যাকাণ্ডের তদন্তে কমিশন গঠন করা হবে কি না তা এখনই বলা যাচ্ছে না। তবে এটা নিশ্চিত যেভাবেই হোক পুনঃতদন্ত করা হবে। খুব দ্রুত পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত শুরু হবে।'

তিনি বলেন, 'সীমান্তে যেন কোনো ছাড় দেয়া না হয়। এ ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।'

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, 'আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। তবে আরও ভালো হতে সময় লাগবে। বেআইনি আদেশ যেন পালন না করা হয়, দায়িত্ব পালনের সময় স্থানীয় জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।

এসএস